দিল্লীর ফলাফল নিয়ে তৃণমূলকে উচ্ছাস না দেখানোর কথা জানালেন দিলীপ ঘোষ


শনিবার,১৫/০২/২০২০
758

দিল্লীর ফলাফল নিয়ে তৃণমূলকে উচ্ছাস না দেখানোর কথা জানালেন দিলীপ ঘোষ। তিনি বলেন দিল্লিতে বিজেপির নৈতিক জয় হয়েছে। আমরা দিল্লিতে ৪০ শতাংশো ভোট পেয়েছি। গতবাড়ের থেকে আসন বেশি পেয়েছি। আমারা বিধানসভার মসনদে না বসতে পারলেও সন্মানজনক হেরেছি বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি শনিবার আইসিসিআর এ দলের বৈঠকে বলেন যারা হার নিয়ে বিজেপিকে কটাক্ষ করছেন তারা কি করেছেন। কংগ্রেস তো জামানত জব্দ হয়েছে। সিপিএম নোটার থেকে কম ভোট পেয়েছে। আর দিল্লিতে তৃণমূলের অস্তিত্বই নেই। তারা আবার বিজেপির হার নিয়ে এরাজ্যে সমালোচনা করছে। দিল্লির ভোটের ফলাফল এরাজ্যে প্রভাব পরবে না বলে এদিন জানান দিলীপ ঘোষ। দলের পুরভোট নিয়ে আইসিসিআর এর বৈঠকে বলেন মানুষ এরাজ্যে পরিবর্তন চাইছে। মানুষ বিজেপিকেই ভারসা করছে।

দলীয় নেতাদের পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ জানান আপনারা মানুষের আস্থাভাজন হোন। তাহলেই মানুষ এরাজ্যে বিজেপিকেই ভোট দেবে। এরপরেই রাজ্যের অনুপ্রবেশ নিয়ে ফের রাজ্যকে কাঠগড়ায় দাড়করান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন বাংলায় প্রতিদিন অনুপ্রবেশ হচ্ছে। আর তাতে রাজ্য সরকার মদত দিচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তবে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলেই এই ঘটনার পরিবর্তন হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। এদিনের দলের শেষ দিনের পুরভোট নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতিয় পরিষদের সদস্য মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ সহ প্রমুখ।

https://youtu.be/6JY6to1Z_Bc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট