মানব মানবীর চিরকালের যে প্রেম তাঁর জয়গান হবে আজ


শুক্রবার,১৪/০২/২০২০
1326

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কবিতার সুরে মুখরিত গোটা শহর। রোদের লুকোচুরি খেলা সাথে মনমাতানো সুরে ভেসে গিয়েছে অজস্র হৃদয়। সকাল হতেই নতুন সূর্য দয়ের শুরুতে প্রেমের দিন শুরু। আজ সারাদিন খুব স্পেশাল অনেকের কাছে। সকাল থেকেই তরুন তরুনীরা ব্যাস্ত গোলাপ কিংবা উপহার কিনতে। ফাগুনের আগুন রাঙানো সকালের সূর্যের আলোয় আজ মিশে আছে নিভৃত হৃদয়ের বার্তা।আজ শুক্রবার ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাবেন অনেকেই। আবার প্রিয় বন্ধুকে গোলাপ দিয়ে মনের গোপন কথাটি প্রকাশ করবেন কেউ। নিজের প্রস্তাবে রাজি করাতে সেরা গোলাপই খুঁজছেন অনেকে। সেক্ষেত্রে ডাচ গোলাপের জুড়ি নেই।আসলে হাজারো দ্বন্দ্ব সংঘাতের এই পৃথিবী টিকে আছে ভালোবাসার টানে। ফাগুন হাওয়ায় ভেসে যাবে ভালোবাসার নৌকা। প্রেমকাতর হৃদয়ের রক্তরাঙা গোলাপটি তুলে দেবে প্রিয়ার হাতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট