বর্তমানে জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম অনুস্কা। বাহুবলী ছবি প্রকাশিত হওয়ার পর তাঁর অভিনয়ের জাদুতে মুগ্ধ হয়েছিল চলচ্চিত্র প্রেমীরা। বাহুবলীর দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার পর থেকেই প্রভাস-অনুষ্কা জুটি জনপ্রিয়তার শীর্ষে ছিল । শোনা যাচ্ছিল, অনস্ক্রিনের মতো ক্যামেরার পিছনেও বাহুবলী আপাতত মজে দেবসেনার প্রেমেই।এই খবর প্রকাশিত হওয়ার পর সিনেমহলে গুঞ্জন শুরু হয়েছিল, । পাশাপাশি এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসা কুড়িয়েছেল সিনেমহলে। শোনা যাচ্ছে প্রভাস নয় অন্য একজনের সাথে বর্তমানে এক ক্রিকেটারের সাথে ডেট করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। যার ফলে আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অনুষ্কা শেট্টি ।
অন্য একজনের সঙ্গে ডেট করছেন অনুষ্কা
বুধবার,১২/০২/২০২০
831
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---