বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসাবে তিনি পরিচিত। এছাড়া বেশ কয়েকবছর ধরে হলিউড জগতে একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। পাশাপাশি ইতিমধ্যে আলি আব্বাসের সঙ্গে তিনটি ছবি করে ফেলেছেন ক্যাটরিনা। সুত্রের খবর পরিচালকের আগামী ছবি সুপারহিরো প্রজেক্টে ক্যাটই থাকছেন এক নতুন চরিত্রে । এছাড়া এই ছবিতে চিত্রনাট্য-পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করতে পারেন আলি।
এই ছবিতে ক্যাটরিনার সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বলিউডে। এর আগেও বহুবার তিনি অতি জনপ্রিয় ছবি উপহার দিয়ে চলেছেন দর্শকদের। এছারা একের পর এক অসাধারন চরিত্রে তাকে সিনেমার পর্দায় বহুবার দেখা গিয়েছে । পাশাপাশি তাঁর অভিনয় বরাবর মুগ্ধ করেছে সিনেমাপ্রেমিদের। সুত্রের খবর এবার আব্বাসের অ্যাকশন নির্ভর ফিল্মে এ বার কাজ করতে চলেছেন ক্যাটরিনা। সুত্রের খবর অনুযায়ী আব্বাসের এই নতুন ছবিতে এমন কিছু স্টান্ট আর অ্যাকশন থাকবে যা নজর কাড়বে দর্শকদের।