নতুন ভিডিওটি মুক্তির দিন হিসেবে তিনি বেছে নিলেন এবারের জন্মদিনকেই৷


বুধবার,১২/০২/২০২০
664

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

এবারের জন্মদিনটি তাঁর কাছে খুব স্পেশাল। গত দুর্গাপুজোর আগে আগেই নিজের ইউটিউব চ্যানেল এনেছেন।এবার সামনে এল নতুন গান  ‘পরী হু ম্যায়’৷ অল্প সময়ের মধ্যেই তাঁর ইউটিউব চ্যানেলটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।নতুন ভিডিওটি মুক্তির দিন হিসেবে তিনি বেছে নিলেন এবারের জন্মদিনকেই৷ গানটির সুর দিয়েছেন ডাব্বু, কোরিওগ্রাফার বাবা যাদব৷ গানের কথায় পরী মিমি বলেছেন, আমার মন ভেঙ্গো না, পরী হু ম্যায়৷ ইতিমধ্যে তাঁর ইউটিউব চ্যানেলে  ওয়ান ১৭৩০০০ ফলোয়ার তার উজ্জ্বল প্রমাণ! আর তার ইউটিউব চ্যানেল থেকেই তার জন্মদিনে মুক্তি পেল ভিডিও সং পরি হুঁ ম্যায়!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট