জন্মদিন উপলক্ষে তাঁর অনুরাগী ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মিমি চক্রবর্তী। শুধু বাংলা বিনোদন জগতে শুধু নয়, বাংলা রাজনীতি জগতে খুব চেনা নাম। ২০১১ থেকে ২০১৯মাত্র ৯ বছরে দ্রুত শীর্ষ ছুঁয়েছেন মিমি চক্রবর্তী। বহু সফল ছবির পাশাপাশি ২০১৯-এ শাসক দলের হয়ে তিনি সাংসদ নির্বাচিত হন হেভিওয়েট কেন্দ্র যাদবপুর কেন্দ্র থেকে। মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। বরাবরই অভিনয়ের পাশাপাশি মিমি গান গাইতে ভালবাসেন৷ গত দুর্গাপুজোর আগে আগেই নিজের ইউটিউব চ্যানেল এনেছেন।এবার সামনে এল নতুন গান ‘পরী হু ম্যায়’৷ অল্প সময়ের মধ্যেই তাঁর ইউটিউব চ্যানেলটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এই জন্মদিনে নিজের অ্যালবাম রিলিজ করলেন মিমি চক্রবর্তী৷
বুধবার,১২/০২/২০২০
628
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---