অধিবেশনের দ্বিতীয় অর্ধে রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সময় মন্ত্রীদের গড় হাজিরা নিয়ে প্রশ্ন তোলেন মনোজ চক্রবর্তী। এর পরেই পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় ও কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর সঙ্গে তীব্র বাদানুবাদ হয়। তা থেকে হাতাহাতি হবার উপক্রম হয় বিধানসভার অভ্যন্তরে। এরফলেই বাম এবং কংগ্রেস ওয়েলে নেমে পরিষদীয় প্রতিমন্ত্রী কে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। এরপর বিধানসভার অভ্যন্তরে ঢুকেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার দিকে সজাগ দৃষ্টি থাকবে। কিন্তু তাতে বাম কংগ্রেসের বিক্ষোভ কমেনি। এরপর দাম এবং কংগ্রেস কক্ষ ত্যাগ করেন। তারপর তারা ডঃ বি আর আম্বেদকর এর মূর্তির নিচে বিক্ষোভ দেখান।
https://youtu.be/tU_kvbij4bs