একসঙ্গে ১৭০ জোড়া যুবকযুবতীর বিয়ের আয়োজন


মঙ্গলবার,১১/০২/২০২০
771

নাগরিক আইনকে কেন্দ্র করে গোটা দেশে ধর্মীয় বিভাজনের আবহ। এরকম অসহিষ্ণুতা পরিবেশের মধ্যে সর্বধর্ম সম্প্রীতির বার্তা দিতে চলেছে “আলোয় ফেরা” নামক একটি সামাজিক সংগঠন। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আয়োজন করা হয়েছে 170 জোড়া যুবক-যুবতির বিবাহের। যাদের ঐদিন বিবাহের আসরে দেখা যাবে তাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও সাঁওতাল সম্প্রদায়ের যুবকযুবতি। মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই গণবিবাহের কর্মসূচির কথা ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম হালদার। তিনি বলেন দেশে সাম্প্রতিক যে ধর্মীয় বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে সেইসময় এধরনের সম্প্রীতির উদ্যোগ দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে।

https://youtu.be/_ut8t0YRPFc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট