বাংলাদেশের ৩ ও ভারতের ২ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।


মঙ্গলবার,১১/০২/২০২০
678

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

সুত্রের খবর  যুব বিশ্বকাপ ফাইনালের শেষে বাংলাদেশ ও ভারত— দুইদেশের ক্রিকেটাররা মাঠের ভিতরেই জড়িয়ে পড়েছিলেন ধাক্কাধাক্কিতে। তার জন্য বাংলাদেশের তিন জন ও ভারতের দুই ক্রিকেটারকে বড়সড় শাস্তি দিল আইসিসি। অনেকেই বলছেন ক্রিকেট মাঠে এমন ঘটনা সত্যিই অনভিপ্রেত।  কিন্ত সেইদিন ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন  বাংলাদেশের বর্তমান যুব দলের  অধিনায়ক আকবর আলি। তবে এই ঘটনার পর স্বাভাবিক ভাবে উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সমর্থকদের মধ্যে।

 

ক্রিকেটে বিশ্বকাপের মতো ফাইনাল ম্যাচে এমন ন্যক্কারজনক ঘটনাকে ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।জানা গিয়েছে বাংলাদেশের ৩ ক্রিকেটার তৌহিদ হৃদয়, শামিম হোসেন, রাকিবুল হাসান ও ভারতের দুই ক্রিকেটার আকাশ সিং ও রবি বিষ্ণোইকে শাস্তি দিয়েছে আইসিসি।  তিন বাংলাদেশি ক্রিকেটার তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসানকে ৬ ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দেওয়া হয়েছে। ভারতের দুই তারকা রবি বিষ্ণোই এবং আকাশ সিংকে ৫ ডেমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দেওয়া হয়েছে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট