দিল্লীঃ দিল্লীতে ফের ঝাড়ু ঝড়। তৃতীয় বারের জন্য রাজধানীতে আপ-রাজ। মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়ে গিয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০-র ভোটগণনা। প্রাথমিক গণনার হিসেবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে আম আদমি পার্টি।বিজেপির সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল আম আদমি পার্টি। আপাতত তাঁরা এগিয়ে ৫৮টি আসনে। বিজেপি এগিয়ে ১২ আসনে।মঙ্গলপুরী কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী রাখি বিড়লা।রাজেন্দ্রনগর কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী রাঘব চাড্ডা।৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় সংখ্যাগরিষ্ঠতার পথে আম আদমি পার্টি। অধিকাংশ আসনে এগিয়ে আপের প্রার্থীরা।
দিল্লী নে পুকারা
মঙ্গলবার,১১/০২/২০২০
402
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---