গণনার প্রাথমিক পর্বে এগিয়ে আম আদমি পার্টি


মঙ্গলবার,১১/০২/২০২০
385

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দিল্লীঃ আজ কার মসনদে থাকবে দিল্লী। আজ দুপুরের মধ্যে তা নির্ধারিত হয়ে যাবে। ভোট শেয়ারেও এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আপ৷ দিল্লিতে এখনও পর্যন্ত আপ ভোট পেয়েছে প্রায় ৫২ শতাংশ৷ বিজেপি গতবারের চেয়ে ভোট শেয়ার বাড়িয়ে এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪১.২৪ শতাংশ৷ মঙ্গলবার গণনা শুরু হতেই সেই আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে আপের। বেলা বাড়তেই আজ ছবিটা বদল হতে শুরু করেছে। অরবিন্দ কেজরিবালের ক্যারিজমায় তরতরিয়ে এগোতে শুরু করেছে  আপ। ৫০-এর ঘর পেরিয়ে আপ  পদ্ম শিবিরকে অনায়াসে পিছনে ফেলে দিতে শুরু করেছে,।বিজেপির সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল আম আদমি পার্টি। আপাতত তাঁরা এগিয়ে ৫৮টি আসনে। বিজেপি এগিয়ে ১২ আসনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট