দিল্লির মসনদ কার দখলে


মঙ্গলবার,১১/০২/২০২০
560

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

গণনা যত এগোচ্ছে আপ কর্মীদের উচ্ছ্বাসও বাড়ছে।  আজ দিল্লীর মসনদে কে বসবে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে আমজনতার মনে। আজ সকাল থেকেই দিল্লীতে ফের ঝাড়ু ঝড়ের ইঙ্গিত মিলছে। অর্থাৎ দিল্লীতে বেশ কিছুটা এখনও পর্যন্ত এগিয়ে অরবিন্দ কেজরীবাল। ভোট শেয়ারেও এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আপ৷ দিল্লিতে এখনও পর্যন্ত আপ ভোট পেয়েছে প্রায় ৫২ শতাংশ৷ বিজেপি গতবারের চেয়ে ভোট শেয়ার বাড়িয়ে এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪১.২৪ শতাংশ৷ মঙ্গলবার গণনা শুরু হতেই সেই আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে আপের। ট্রেন্ড যে পথে এগোচ্ছে তাতে ফের ক্ষমতায় আসতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। অরবিন্দ কেজরিবালের ক্যারিজমায় তরতরিয়ে এগোতে শুরু করেছে  আপ। ৫০-এর ঘর পেরিয়ে আপ  পদ্ম শিবিরকে অনায়াসে পিছনে ফেলে দিতে শুরু করেছে,।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট