প্রতিদিন লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সুদুর চীন থেকে এই ভাইরাসের সুত্রপাত বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় বহুগুন বেড়ে গিয়েছে। ফলে স্বাভাবিক ভাবে উদ্বিগ্ন দেশের চিকিৎসকদের একাংশ। কিভাবে এই ভাইরাসের হাত থেকে মুক্তি মিলবে এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে আমজনতার মনে। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪০০০০ জন। চীনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, নোভেল করোনাভাইরাস আক্রমণের প্রথম স্থান শুধু হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা ৮৭১ জন। সুত্রের খবর চীনের আঞ্চলিক স্বাস্থ্য কমিটি সোমবার সকালে বিবৃতি দিয়ে জানিয়েছে, হুবেই প্রদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৬৩১ জন।
করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা বিশ্বের সবথেকে বড় মহামারির আকার ধারণ করতে চলেছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।
সোমবার,১০/০২/২০২০
1153
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---