অস্বাভাবিক ভাবে ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আজ, রবিবার সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হয়েছিলেন। এদিন কালিঘাট ফায়ার স্টেশন থেকে ৪ জনের একটি প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যান। সেখানে গিয়ে অভিভাবদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চান বলেও জানিয়ে ছিলেন। যদিও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁদের। আগে থেকে এমন কর্মসূচি জানা ছিল না মুখ্যমন্ত্রীর। এদিন তিনি অন্য কাজে ব্যস্ত। তাই মুখ্যমন্ত্রীর মুখপাত্রের কাছে গিয়ে তাঁরা নিজেদের অসহায়তা এবং অভিযোগের কথা লিখিত আকারে জানিয়ে এসেছেন। অভিভাবকরা আশাবাদী মুখ্যমন্ত্রী বিষয়টি নিশ্চয়ই মানবিকতার সঙ্গে বিবেচনা করে দেখবেন। কারণ, এর আগেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরকারি স্তরে সরব হয়েছিলেন।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে বছরের ২৩ শতাংশ ফি বৃদ্ধি করেছে সাউথ পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষ। যা নজিরবিহীন। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবক প্রতিনিধিদের একটি আলোচনাও হয়েছিল। কিন্তু নিজেদের জায়গায় অনড় স্কুল কর্তৃপক্ষ। তাই বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন সাউথ পয়েন্টের অভিভাবকরা।