উপমহাদেশের দুই দলের খেতাব জয়ের লড়াই শুরু আজ রবিবার ভারত- বাংলাদেশের মধ্যে


রবিবার,০৯/০২/২০২০
652

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কে ছিনিয়ে নেবে সেরার শিরোপার মুকুট সেদিকে তাকিয়ে তামাম ক্রিকেট বিশ্ব। আজ যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এদিন শুরু থেকেই দুর্দান্ত শুরু করেন দুই দল। আজ প্রথমে ব্যাট করতে নেমে সেভাবে নজর কাড়তে পারেনি ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৭ রানে অলআউট হয়ে গেল ভারত। সর্বোচ্চ ৮৮ রান করেন যশস্বী জয়সোয়াল।

 

এদিন প্রথমে ব্যাট করে ভালো শুরু করলেও বড় লক্ষ্যে পৌছাতে পারেনি ভারতীয় দল। যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭৭। জবাবে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।১৩-তম ওভারে ফের বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আঘাত হানলেন ভারতের লেগ-স্পিনার রবি বিষ্ণোই। ইতিমধ্যেই ভারতীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পরেছে বাংলাদেশ দল।

 

এখনও পর্যন্ত ৪টি উইকেটের পতন ঘটেছে বাংলাদেশ দলের। তারা পারবে কি আজ লক্ষ্যে পৌছাতে সেদিকে তাকিয়ে গোটা দুনিয়া । অন্যদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত পঞ্চমবার কাপ জয়ের লক্ষ্যে আজ মাঠে নেমেছে। ।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট