অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৭ রানে অলআউট হয়ে গেল ভারত। সর্বোচ্চ ৮৮ রান করেন যশস্বী জয়সোয়াল। এদিন প্রথমে ব্যাট করে ভালো শুরু করলেও বড় লক্ষ্যে পৌছাতে পারেনি ভারতীয় দল। যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭৭। জবাবে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।১৩-তম ওভারে ফের বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আঘাত হানলেন ভারতের লেগ-স্পিনার রবি বিষ্ণোই।ইতিমধ্যেই রান তাড়া করতে নেম গুরুতপুর্ন তিনটি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। এই মুহুর্তে তাদের স্কোর ৬২/৩। কে জিতবে আজকের এই ঐতিহাসিক ম্যাচ সেদিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।