প্রথমে ‘যে ক’টা দিন তুমি ছিলে পাশে’-র রিপ্রাইজ ভার্সন মন কেড়েছে দর্শকদের ৷ এবার প্রকাশ্যে এল নতুন গান ‘আবার ফিরে এলে’ ৷ আর এই গানে চুটিয়ে রোম্যান্স করছেন পরমব্রত আর রাইমা ৷


রবিবার,০৯/০২/২০২০
755

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

সৃজিত মুখোপাধ্যায় ছবি বরাবরই গানের খাতায় বেশি নম্বর পায়। রূপম ইসলাম, অনুপম, অরিজিৎ সিংহদের কণ্ঠে সে গানগুলো ইতিমধ্যেই বেশ চর্চিতও।চর্চিতও।বাইশে শ্রাবন ছবিতে অনুপম রায়ের সুরে ‘গভীরে যাও’ কিংবা ‘যে কটা দিন তুমি…’ সহ প্রায় প্রতিটি গানই এই প্রজন্মের পছন্দের তালিকায় আজও সমান গ্রহণীয়। তাঁর নতুন সিনেমা দ্বিতীয় পুরুষেও তাঁর ব্যাতিক্রম ঘটল না। অতি অল্প সময়ের মধ্যে সবকটি গান সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথমে ‘যে ক’টা দিন তুমি ছিলে পাশে’-র রিপ্রাইজ ভার্সন মন কেড়েছে দর্শকদের ৷ এবার প্রকাশ্যে এল নতুন গান ‘আবার ফিরে এলে’ ৷ আর এই গানে চুটিয়ে রোম্যান্স করছেন পরমব্রত আর রাইমা ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট