ন’বছর আগে তৈরি ‘বাইশে শ্রাবণ’-এর রেশ টেনে সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ বানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।


রবিবার,০৯/০২/২০২০
935

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বাংলা থ্রিলারে এক নতুন মাত্রা এনে দিয়েছেন  তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছায়াছবি দ্বিতীয় পুরুষ ইতিমধ্যেই হিট হয়েছে। এছারা তাঁর পরিচালিত সিনেমায় অজস্র নতুন ধরনের গানের বহি প্রকাশ যা সিনেমাকে আলাদা মাত্রায় নিয়ে জায়।এক্ষেত্রে তাঁর ব্যাতিক্রম হয়নি। এই ছায়াছবিতে খোকা চরিত্রে  অনির্বাণ ভট্টাচার্য এর অভিনয় সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই। “মালিককে গিয়ে বল খোকা এসছে” এই ডায়লোগ ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ।

 

এছারা খোকার চরিত্রে অসাধারন অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য । এই ছবিতে তাকে যেন আবার নতুন করে আবিস্কার করেছেন সৃজিত মুখোপাধ্যায়।  এর আগেও বহু ছবিতে অনির্বাণ ভট্টাচার্য এর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা গেল তাকে। সোশ্যাল নেটওয়র্কের দৌলতে ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই খোকা ‘হিট’। অন্যদিকে ছবির সাফল্যে দারুণ খুশি সৃজিত জানিয়েছেন, ‘আগের ছবি যাঁরা দেখেছেন তাঁরা সেই স্মৃতি বুকে নিয়ে দেখতে গেছিলেন এই ছবি। এবং একই ভাবে আবারও তাঁরা উচ্ছ্বসিত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট