শহর জুড়ে প্রথম দিনের দ্বিতীয় শো-টাও হাউসফুল করে ফেলে ঠিক সেখানেই জিতে গেল ‘দ্বিতীয় পুরুষ’।


রবিবার,০৯/০২/২০২০
779

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

সৃজিত  মুখোপাধ্যায় এর নতুন ছবি ‘দ্বিতীয় পুরুষ’ ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। তাঁর ছবিতে থ্রিলার থাকবেই এটা এতদিনে আন্দাজ করে নিয়েছেন অনেকেই। তাঁর পরিচালনায় বাইশে শ্রাবন বাংলা দর্শকদের নজড় কেড়েছে অনেক আগেই। আর তাঁর গল্প বলার ধরন অন্য সকলের থেকে আলাদা তা বারেবারে বুঝিয়ে দিয়েছেন তিনি। এছারা তাঁর ছায়াছবির গান গুলি লিরিক্স সহজেই জনপ্রিয় হয়ে ওঠে অল্প সময়ের মধ্যে। এবার তাঁর পরিচালনায় দ্বিতীয় পুরুষ মুক্তি পেয়েছে কিছুদিন আগেই।

এই ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার পর সিনেপ্রেমিদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। আর সেই উৎসাহ নিয়ে হলমুখী হলেন হাজার হাজার দর্শক। আর তাঁর ছায়াছবির অন্যতম বিষয়বস্তু থ্রিলার বা রহস্য রোমাঞ্চ বলা যেতে পারে আর সাথে অনবদ্য বাংলা গান যা বাংলা সিনেমার দর্শকদের এক নতুন ঠিকানার সন্ধান দিয়েছে।থ্রিলার জঁরে সৃজিত যে বাজিমাত করেই থাকেন একথা নতুন করে বলার নয়।ন’বছর আগে তৈরি ‘বাইশে শ্রাবণ’-এর রেশ টেনে সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ বানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। খোকা চরিত্রে  অনির্বাণ ভট্টাচার্য এর অভিনয় সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট