সৃজিত মুখোপাধ্যায় ছবি বরাবরই গানের খাতায় বেশি নম্বর পায়। রূপম ইসলাম, অনুপম, অরিজিৎ সিংহদের কণ্ঠে সে গানগুলো ইতিমধ্যেই বেশ চর্চিতও।


রবিবার,০৯/০২/২০২০
852

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

সৃজিত মুখোপাধ্যায় বাংলা ছায়াছবির জগতে আসার পর বাংলা গানের ধরন বদলেছে বেশ অনেকটাই। পাশাপাশি তাঁর ছায়াছবিতে ব্যাবহত গানের লিরিক্স অতি সহজেই আপন হয়ে যায় নতুন প্রজন্মের মনে। এছারা সৃজিত মুখোপাধ্যায় ছবি বরাবরই গানের খাতায় বেশি নম্বর পায়। রূপম ইসলাম, অনুপম, অরিজিৎ সিংহদের কণ্ঠে সে গানগুলো ইতিমধ্যেই বেশ চর্চিতও।চর্চিতও।বাইশে শ্রাবন ছবিতে অনুপম রায়ের সুরে ‘গভীরে যাও’ কিংবা ‘যে কটা দিন তুমি…’ সহ প্রায় প্রতিটি গানই এই প্রজন্মের পছন্দের তালিকায় আজও সমান গ্রহণীয়।

তাঁর নতুন সিনেমা দ্বিতীয় পুরুষেও তাঁর ব্যাতিক্রম ঘটল না। অতি অল্প সময়ের মধ্যে সবকটি গান সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। ‘বাইশে শ্রাবণ’ যেখানে শেষ হয়েছিল, এ ছবির শুরু সেখান থেকেই। এছারা তাঁর দ্বিতীয় পুরুষ ছবিতে থ্রিলার মুগ্ধ করেছে সকলের। আগের ছবি যাঁরা দেখেছেন তাঁরা সেই স্মৃতি বুকে নিয়ে দেখতে গেছিলেন এই ছবি। এবং একই ভাবে আবারও তাঁরা উচ্ছ্বসিত। ছবিতে ছোট চরিত্রে দেখা গেল  আবির চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। ‘দ্বিতীয় পুরুষ’-এ রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট