ভোটের কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কি অনাগরিক ভোট দিয়ে এই সরকারকে এনেছে ? – অপর্ণা সেন


রবিবার,০৯/০২/২০২০
627

ভোটের কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কি হাজার হাজার অনাগরিক ভোট দিয়ে এই সরকারকে এনেছে? আন্তর্জাতিক কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। কেন্দ্রীয় সরকারের নয়া নাগরিক আইনের কড়া সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, যেখানে নির্বাচনে অংশ নিয়েছেন যাঁরা তারাই এই আইন চাইছেন না তাহলে এর বাস্তবতা কি করে সম্ভব। অপর্ণা সেন আরও বলেন, কিভাবে তা কার্যকর করতে চাই তাও স্পষ্ট নয়।

নোট বাতিলের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভঙ্গুর। এইরকম এক কঠিন পরিস্থিতিতে এইভাবে কোটি কোটি টাকা কিভাবে খরচ করবে তা নিয়েও প্রশ্ন প্রবীণ এই অভিনেত্রীর। তবে আইন যখন পাস হয়ে গিয়েছে তখন তা কোন রাজ্য মানবো না বলাটাও যুক্তিযুক্ত নয় বলে মনে করেন তিনি। আবার এই আইনের বিরুদ্ধে যেভাবে গোটা দেশজুড়ে আন্দোলন তীব্রতর আকার নিয়েছে তা এড়িয়ে যাওয়া ও কেন্দ্রীয় সরকারের পক্ষে কঠিন বলে মত তাঁর।

https://youtu.be/l2Ju944MIhM

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট