সিএএ ও এনআরসি-র প্রতিবাদে গোটা দেশজুড়ে আন্দোলনের ঢেউ বইছে


শনিবার,০৮/০২/২০২০
598

সিএএ ও এনআরসি-র প্রতিবাদে গোটা দেশজুড়ে আন্দোলনের ঢেউ বইছে। রাজধানী দিল্লি থেকে কলকাতা, হায়দ্রাবাদ কিংবা শিলচর — সর্বত্রই একই ছবি। মহানগরী কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই এন আর সি ও সি এ এ -এর প্রতিবাদে আন্দোলন ধারাবাহিকভাবে পালন করছেন বিভিন্ন ধর্মের মানুষ। আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন।

https://youtu.be/ufsB54HPUA0

শনিবার সর্বধর্মের এমনই কর্মসূচি দেখা গেল মহানগরী কলকাতায়। No NRC,NO CAA, NO NPR- এর বিপক্ষে এদিন সমস্ত ধর্মের মানুষ জাকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদের সামনে থেকে এক বিরাট মিছিল সংগঠিত করে সেন্ট্রাল এভিনিউ বিজেপি রাজ্য দপ্তর পর্যন্ত।যোগাযোগ ভবন হয়ে ধর্মতলা গান্ধী মূর্তির সামনে জমায়েত হয় কচিকাঁচা থেকে শুরু করে পুরুষ ও মহিলা সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই মিছিলে উপস্থিত ছিলেন।

https://youtu.be/Xnq2Idv09rw

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট