কাগজ আমরা দেখাবো না, বইমেলায় সরব কবি সুবোধ সরকার


বৃহস্পতিবার,০৬/০২/২০২০
599

৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার সিএএ ও এনআরসির বিরুদ্ধে জোরালো সওয়াল করলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। জোরালো ভাষায় জানালেন “কাগজ আমরা দেখাবো না।” এদিন কথা শিল্পী চন্দনা খানের উপন্যাস “সম্পূর্ণ বৃত্ত ও অন্যান্য” বইটির প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সুবোধবাবু। তিনি বলেন, শুধু কলকাতা বইমেলা নয়, সুদূর জার্মানির বইমেলাতেও কিংবা কালিয়াগঞ্জে বইমেলাতেও কেন্দ্রের বিজেপি সরকারের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব বইপ্রেমীরা।

এদিন কলকাতা বইমেলার ১০১ নম্বর স্টলে এই বহিঃপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বই প্রকাশ অনুষ্ঠানে কবি সুবোধ সরকার ছাড়াও অমিত বিক্রম রানা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

https://youtu.be/LfvDew3tNKY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট