কিউয়িদের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় চোট পান তিনি। তার জেরেই ওয়ানডে এবং টেস্ট দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’।


মঙ্গলবার,০৪/০২/২০২০
557

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

চলতি সিরিজে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। তার ব্যাট হাতে মাঠে নামা প্রতিপক্ষের সবসময়ের ভয়ের কারন হয়ে উঠেছিল। পাশাপাশি তার রাজকীয় ইনিংসের জাদুতে প্রতিপক্ষের কাছ থেকে বরাবর বড় জয় ছিনিয়ে এনেছে ভারতীয় দল। চলতি সিরিজে সবকটি ম্যাচ পকেটে পুরেছিল বিরাট ব্রিগেড। এছারা সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা।

 

কিন্ত কিউয়িদের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় চোট পান তিনি।অনেকেই মনে করেছিলেন দ্বিতীয় পর্জায়ে খেলার শুরুতে আবার মাঠে নামবেন তিনি। কিন্ত তা হয়নি। কারন তার চোট বেশ গুরুতর ছিল। শেষ ম্যাচেও শেষ হাসি হাসল ভারত। সিরিজের শেষ ম্যাচেও জয় পেল ভারত। তবে চোটের কারনে ছিটকে গেলেন রোহিত শর্মা। যা অনেকটাই চিন্তায় ফেলে দিল কোহলি ব্রিগেডকে। রোহিতের ছিটকে যাওয়াটা টিম ইন্ডিয়ার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট