লঞ্চের আগে ফাঁস নতুন Nokia 5.2 স্মাটফোনের ডিজাইন


সোমবার,০৩/০২/২০২০
2621

লঞ্চের আগে ফাঁস নতুন Nokia 5.2 স্মাটফোনের ডিজাইন। HMD Global এবার 23 ফেব্রুয়ারি বার্সেলোনায় একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তার জন্য একটি ইভেন্টের আমন্ত্রণ পাঠিয়েছে HMD Globa। আর এই ইভেন্ট থেকে Nokia 5.2 সহ একাধিক স্মার্টফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি Nokia 5.2-এর ছবি ও কিছু স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়েছে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের সামনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ ও ডিসপ্লের নীচে থাকছে কোম্পানির লোগো।

এমকি এই ফোনের পিছনে থাকছে বৃত্তাকারে চারটি ক্যামেরা মডিউল এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে গ্লসি ফিনিশ ব্যবহার করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট