খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে সোনু দাস পরিচালিত ও অভিনীত ছোটদের জন্য নতুন বাংলা ছবি “ছোট মুখে বড় কথা।” ছবিটির প্রযোজনা করছেন সোনু দাস নিজেই। এই ছবির শ্যুটিং পর্ব প্রায় শেষ। এর আগে “আই লভ্ ইউ টু” সহ বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন সোনু। পরিচালক আশাবাদি তাঁর এই নতুন সিনোমাটিও দর্শকদের মন জয় করবে।
ছবিটিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন জনৈক ব্যাক্তি। তিনি নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিয়ে কাজের সুযোগ নিয়েছিলেন বলে অভিযোগ। এখন তিনি স্যোসাল মিডিয়ার মাধ্যমে দাবি করছেন তিনি ওই ছবির ডিরেক্টর। যা নিয়ে ছবিটি মুক্তির আগেই বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে পরিচালক সোনু দাস কী বলছে শুনুন:
https://youtu.be/1zqJuEADAcc
“আমি একটা মেয়ে। নতুন কিছু সৃষ্টির চেষ্টা করছি। সাধােণ মানুষ সবসময় আমার কাজকে সাপোর্ট করেছে। সাহস জুগিয়েছে। আমি লড়াই করতে জানি। লড়াই করতে শিখেছি। কোন দিন লড়াই থেকে সরে আসবো না।” ছবিটি মুক্তি পাবেই। জানালেন সোনু দাস।