বিকাশ সাহাঃ দেশজোড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক নীতি বিরোধী কাজের প্রতিবাদে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করলো সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ানস (সিআইটিউ) । মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে একটি প্রতিবাদ মিছিল বের করে সিআইটিউ। মিছিলটি গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে এসে শেষ হয়। সেখানেই সিআইটিউ কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে। মিছিলের নেতৃতে ছিলেন সিআইটিউ কালিয়াগঞ্জ জোনাল সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী, সিপিআইএমের কালিয়াগঞ্জ জোনাল সম্পাদক দেবব্রত সরকার সহ প্রমুখ।
প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল দাহ করল সিআইটিউ
মঙ্গলবার,২৬/০৫/২০১৫
572