আজ, রবিবার, মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ ম্যাচ।


রবিবার,০২/০২/২০২০
531

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ আবার সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড। বিদেশের মাটিতে ইতিমধ্যেই দুর্দান্ত সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া । মাত্র ৬ দিনের ব্যবধানে টিম ইন্ডিয়া কিউয়িদের বিরুদ্ধে জিতে গিয়েছে চারটি ম্যাচ।চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সুখবর। চতুর্থ টি-টোয়েন্টির আগেই অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, তাঁদের এখন লক্ষ্য সিরিজ ৫-০ করা।

 

আজ, রবিবার, মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ ম্যাচ। যে লড়াই জিতলে ৫-০ ফল হবে সিরিজের। আর হ্যামিল্টনের পর ওয়েলিংটনেও  ম্যাচ সুপার ওভারে যাওয়ার পর সেই ম্যাচও জিতে ফিরলেন ভারত অধিনায়ক। সুপার ওভারে নিউ জিল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে ৪-০ এগিয়ে রয়েছে ভারত। আর আজ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যাণ্ড। নিউজিল্যাণ্ডের মাটিতে ইতিমধ্যে সিরিজ জয় করে ফেলেছে টিম ইন্ডিয়া। আজ তাদের সামনে কিউয়িদের হোয়াইট ওয়াশ করার সুর্বর্ন সুযোগ রয়েছে। আজ সেই লক্ষ্যে নিয়ে মাঠে নামছে কোহলি ব্রিগেড।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট