কালিয়াগঞ্জে পূর্ত দপ্তরের নির্মাণ কাজ শেষ হবার আগেই ভেঙ্গে পড়ল !


মঙ্গলবার,২৬/০৫/২০১৫
603

  খবরইন্ডিয়াঅনলাইনঃ  পূর্ত দপ্তরের নির্মাণ কাজ শেষ হবার আগেই ভেঙ্গে পড়ল জল নিকাশি ড্রেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর লাগোয়া ৭ নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বাঘন আশা মোড়ের এই ড্রেন ভেঙ্গে পড়ার ঘটনা প্রকাশ্যে আসে মঙ্গলবার সকালে। জল যাবার জন্য যে ড্রেন তৈরি হচ্ছে সেই ড্রেন সোমবার রাতের সামান্য বৃষ্টিতে ভেঙ্গে পড়ায় শোরগোল ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে হেমতাবাদ হয়ে কালিয়াগঞ্জের ফতেপুর পর্যন্ত রাজ্য সড়কের পাশ দিয়ে নানান অংশে ড্রেন ও গার্ড ওয়াল নির্মাণের কাজ চলছে। তাঁরই অংশ স্বরূপ এই নিকাশি ড্রেন তৈরির কাজ করছে পূর্ত দপ্তর। পূর্ত দপ্তরের এই কাজ চলাকালীন একদিনের সামান্য বৃষ্টিতে ড্রেন ভেঙ্গে পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁরা অভিযোগ করেন, অতি নিম্ন মানের কাজের কারনেই এমন ঘটনা ঘটেছে। এলাকাবাসীদের আরও অভিযোগ নিম্ন মানের বালি ও সিমেন্টের ভাগ কম থাকার ফলে নতুন ড্রেন সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে যাচ্ছে। পরবর্তীতে এই ড্রেন ও গার্ড ওয়াল গুলির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।
জেলা পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার পঙ্কজ কুমার মিত্র বলেন, ড্রেন ও গার্ডওয়ালের কাজ সরকারী নিয়ম মেনেই করা হচ্ছে। কোথাও কোনও নিম্ন মানের কাজ হচ্ছে না। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে ড্রেনের কাজ ঠিকঠাক মত করতে বলেছি। ড্রেনটি যেখানে ভেঙ্গে গেছে সেখানে ড্রেনের উচ্চতা অনেক বেশি ছিল। সেই জন্য বৃষ্টিতে ড্রেনের পাশের মাটির চাপে ড্রেনটি ভেঙ্গে গেছে। ড্রেন ভাঙ্গা অংশ পুনরায় করার কাজও শুরু হয়ে গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট