নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে রুদ্ধশাস জয় পেল ভারতীয় দল। সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল কোহলি বাহিনী। তৃতীয় ম্যাচের নায়ক রোহিত শর্মা। সুপার ওভারে ১৮ রান তাড়া করতে নেমে শেষ দু’বলে ছক্কা হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি। তার অনবদ্য ব্যাটিং এর জাদুতে মুগ্ধ আপামর ক্রিকেট প্রেমীরা। আর সেই সুবাদে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে কোহলিরা। পাশাপাশি মহম্মদ সামির অনবদ্য বোলিং এদিনের ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। শেষ ওভারের পর তার জোরাল বোলিং এর জেরে সুপার ওভারে পৌছায় তৃতীয় ম্যাচ। নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম টি-২০ সিরিজ জিতল ভারতীয় দল। তাও দুই ম্যাচ বাকি থাকতেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে রুদ্ধশাস জয় পেল ভারতীয় দল।
বৃহস্পতিবার,৩০/০১/২০২০
537
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---