কীভাবে WhatsApp Web-এ ডার্ক মোড চালু করবেন ?


মঙ্গলবার,২৮/০১/২০২০
1584

কীভাবে WhatsApp Web-এ ডার্ক মোড চালু করবেন? দেখে নিন! সম্প্রতি WhatsApp অ্যান্ড্রয়েড ভার্সনের বিটা ইউজারদের জন্য তার বহুল প্রতীক্ষিত ডার্ক মোড চালু করেছে। আর এই ডার্ক মোড কীভাবে Web-এ চলু করতে হবে তা নীচে স্টেপ গুলি ফলো করলে করা যাবে। প্রথমে Stylus নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং এক্সটেনশন যুক্ত করতে হবে।

এবার Web ব্রাউজারটি খুলতে হবে এবং স্টাইলাস এক্সটেনশনে যেতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ডাউনলোড করা যাবে। আর এটি ইনস্টল হয়ে গেলে WhatsApp Web-টি খুলতে হবে বা রিফ্রেশ করতে পারে এবং ডার্ক মোড ব্যবহার করা যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট