বাইশ গজ থেকে তিনি বহুদুরে রয়েছেন বহুদিন ধরে তবে তার প্রতি সতীর্থদের ভালবাসা-সম্মান-শ্রদ্ধা একেবারে একইরকম রয়েছে। টিম ইন্ডিয়ার টিম বাসে নাকি এখনও ফাঁকাই পড়ে থাকে এমএসডির সিট। মাহিকে সবাই খুব মিস করে। সোমবার অকল্যান্ড থেকে হ্যামিল্টন যাওয়ার পথে জনপ্রিয় ‘চাহাল টিভি’-তে ভারতীয় দলের স্পিনারকে বলতে শোনা যায় ধোনিকে মিস করার কথা। মহেন্দ্র সিংহ ধোনির অভাব অনুভব করছেন তাঁর ভক্তরা। ভারতীয় ক্রিকেট জগতে মাহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত। বাইশ গজে তার অবিস্মরনীয় ইনিংস গুলি আজও মুগ্ধ করে ক্রিকেট প্রেমীদের। বিশ্বকাপের পর আর বাইশ গজে দেখা যায়নি এই কিংবদন্তি ক্রিকেটারের তবে তার প্রতি সতীর্থদের ভালবাসা-সম্মান-শ্রদ্ধা একেবারে একইরকম রয়েছে। তিনি কবে আবার বাইশ গজে ফিরবেন এই প্রশ্ন এখন সবার মনে।
তাঁর প্রতি সতীর্থদের ভালবাসা-সম্মান-শ্রদ্ধা একেবারে একইরকম রয়েছে।
মঙ্গলবার,২৮/০১/২০২০
715
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---