কবিতা – সত্যি বলবি কিন্তু !!!


রবিবার,২৬/০১/২০২০
1728

কবিতা – সত্যি বলবি কিন্তু!!!
লেখিকা- তিথি হালদার

একা থাকতে থাকতে একাকিত্ব টা আজ আমার
সবচেয়ে বড়ো বন্ধু হয়ে গেছে।
একপা একপা করে পেছাতে পেছাতে আজ আমি
এগোতে ভুলে গেছি।
আলো আজ আমার কাছে আফ্রিকার জঙ্গলে বসে থাকা আমি র চেয়ে আকাশের এক কোনে,,,,

তোকে আমি ভুলে গেছি, সেটা আমি জানি
কিন্তু আজ ও চোখের সামনে
ভেসে ওঠে Black and White এর নেগেটিভ ছবি গুলো।
ছবি গুলো ভুলতে পারছি না,,,,

তোর নেলপলিশ তোলা রিমুভারের এক ফোঁটা
জল দিবি আমাকে?? ছবি গুলো মুছবো,,
ও গুলো জানিস খুব কষ্ট দেয় আমাকে,,,,,,,

আগুনে পুড়িয়ে ছিলাম, ছাই হয়ে থেকে গেছে,,,,,
কবরে পুঁতে ছিলাম, ভুমিকম্পে আলগা হয়ে গেছে,,,,,,,

আসলে মনে বোধ হয় আগুন বা মাটির
জায়গা নেই বল!! থাকলে তোকে ঠিক ভুলিয়ে
দিতো ওরা।
তাই না!!! সত্যি বলবি কিন্তু।।

তিথি হালদার

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট