পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল বিরাট কোহালির দল।


রবিবার,২৬/০১/২০২০
643

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড দল। দ্বিতিয় ম্যাচে প্রথমে ব্যাট করে বড় রানে এদিন পৌছাতে ব্যার্থ হয় কিউয়িরা। ভারতীয় বোলারদের দাপট দ্বিতীয় ম্যাচেও অব্যাহত ছিল। ভারতীয় বোলারদের মধ্যে আজ রবীন্দ্র জাডেজা ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে দুই উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনও আজ তাঁর শিকার। ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন।

 

তাঁর বিরুদ্ধে সমস্যায় পড়েন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা। ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি ৪ ওভারে মাত্র ২২ রান দেন। ভারতীয় বোলারদের দাপটে সেভাবে আজ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষরা। জবাবে ব্যাট করতে নেমে আজ অল্প রানে ফিরে যান হিট ম্যন এরপর লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার এর অনবদ্য ইনিংস দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয় ভারতকে। শুক্রবার ছয় উইকেটে জয়ের পর রবিবার কেন উইলিয়ামসনদের দলকে সাত উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া।পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল বিরাট কোহালির দল।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট