নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র


বৃহস্পতিবার,২৩/০১/২০২০
1205

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। সোমেন মিত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের কথা তুলে ধরেন। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রের মোদি সরকারের বর্তমানের নীতি-আদর্শের কড়া সমালোচনা করেন তিনি। পাশাপাশি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমেন মিত্র বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে গ্রহণ করে যদি আমরা এগিয়ে যেতে পারতাম তাহলে কঠিন সময়ের মুখোমুখি হতে হতো না ভারতকে।

https://youtu.be/IJ9mjsPzGYQ

কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জন্য দেশের গরিব সাধারণ মানুষ আজ বিপর্যস্ত। সোমেন মিত্র বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অক্ষন্ড ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার দেশে সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে দেশকে বিভক্ত করতে চাইছে। বিজেপি এই বিপদজনক ভাবনা থেকে দেশকে বাঁচাতে নেতাজির আদর্শকে সম্বল করে সকল দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট