এবার আসছে ADITYA-DISHA’S-এর রোমেন্স মুভি MALANG


বুধবার,২২/০১/২০২০
1329

এবার আসছে ADITYA-DISHA’S-এর রোমেন্স মুভি MALANG। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরকে শিগগিরই দেখা যাবে MALANG ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী দিশা পাটানিকেও। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। এছাড়াও সম্প্রতি ছবিটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে যাতে আদিত্য রায় কাপুর এবং দিশা পাটনি রোম্যান্স করতে দেখা গেছে। এই ছবির কয়েকটি গান প্রকাশ পেয়েছে। তার মধ্যে হুমরাহ গানটি 23 জানুয়ারি প্রকাশিত হবে। এমনকি এর আগেও ছবিটির শিরোনাম প্রকাশিত হয়েছিল যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ছবির পোস্টার থেকে শুরু করে রোমাঞ্চকর ট্রেইলার এবং প্রত্যেক গানেই প্রচুর ভালবাসা পেয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট