বিজেপিতে ভাঙ্গন ধরালেন ফিরহাদ হাকিম


বুধবার,২২/০১/২০২০
929

তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম এর হাত ধরে বিজেপির এক ঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তার মধ্যে হুগলি জেলা বিজেপির শীর্ষ নেতারা রয়েছেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। তৃণমূলের এই নেতা বলেন, গোটা রাজ্যে বিজেপিতে ভাঙ্গন ধরেছে। কেউ আর বিজেপি করতে চাইছে না। কারণ তারা নাগরিক আইন, এনআরসি বা এনপিআর মেনে নিতে পারছেন না।

আজ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এক সাংবাদিক বৈঠক করে জানান, হুগলি জেলার সভাপতি দিলীপ যাদবের নেতৃত্বে প্রায় ৬০০ জন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হুগলি জেলার বিজেপির মন্ডল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ মাইতি, মন্ডল কংগ্রেসের সাধারণ সম্পাদক অখিল জানা, মন্ডল কংগ্রেসের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ পিন্টু চোঙদার সহ বেশ কিছু হুগলি জেলার বিজেপি নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্বের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম।

https://youtu.be/K46lWoluS-M

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট