NRC বিরোধী মানববন্ধন হৃদয়ের তারে বাঁধল মেদিনীপুরবাসীকে


সোমবার,২০/০১/২০২০
564

পশ্চিম মেদিনীপুর :- মানুষকে দেশহীন করা ও সাম্প্রদায়িক বিভেদ তৈরির ঘৃণ্য চক্রান্ত এনআরসি,এনপিআর ও সিএএ এর বিরুদ্ধে মানববন্ধনে সামিল হলো আপামর মেদিনীপুরবাসী। ধর্ম- বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল স্তরের মানুষের উপস্থিতি নতুন তারে বাঁধলো সম্প্রীতির শহর মেদিনীপুরকে। এই মানব বন্ধন ও প্রতিবাদ সভার নেতৃত্ব দেন সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির মেদিনীপুর শহর শাখার সভাপতি রামতোষ মুখার্জি, সম্পাদক দীপক পাত্র, মানবাধিকার কর্মী দীপক বসু, এডভোকেট সমীর রায়, প্রাক্তন প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ বেরা প্রমুখ। এদিন শহরের 23 নম্বর ওয়ার্ড থেকে সত্যজিৎ দন্ডপাঠ, শেখ বাহারুদ্দিন এর নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মূল অনুষ্ঠানে সামিল হয়। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। বক্তারা দেশ বাসীকে রাষ্ট্রচ্যূত করার ঘৃণ্য ষড়যন্ত্র এনআরসি, এনপিআর ও ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের তীব্র নিন্দা করে এই ঘৃণ্য ষড়যন্ত্র প্রত্যাহারে দাবী জানান।আগামী 16ই ফেব্রুয়ারী জেলা কনভেনশনেরও ডাক দিয়েছে এই সংগঠন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট