CAA,NRC NPR এর প্রতিবাদে আজ মধ্য কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে আগামী ৪৮ ঘন্টার জন্য অনশন সত্যাগ্রহে শুরু হয়েছে। রোহন মিত্র সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত আছেন। এদিনের এই অবস্থান-বিক্ষোভ মল্লিক বাজার মোড়ে হওয়ার কথা ছিল। পুলিশের অনুমতি নেওয়া ছিল বলেও দাবি যুব কংগ্রেস নেতা রোহণ মিত্রের। কিন্তু তারপরেও মল্লিক বাজার মোড়ে তাদের অবস্থান সত্যগ্রহ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন তিনি। শেষে নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে এই অবস্থান সত্যাগ্রহ শুরু করেন তারা।
রোহন মিত্র অভিযোগ করে বলেন তাদের এই আন্দোলন ছিল সি এ এ- র বিরুদ্ধে। এনআরসি-র বিরুদ্ধে। এনপিআরের বিরুদ্ধে। রাজ্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলন নয়। তবুও তাদের নির্দিষ্ট জায়গায় এই আন্দোলন করতে দেওয়া হলো না।