নাদিরা রহমান:
ধাপ 1. সদ্য শ্যাম্পু করা চুলে এই স্টাইলটা সবচেয়ে ভালো হয়। তাই প্রথমে চুলটা ভালো করে শ্যাম্পু আর কন্ডিশনিং করে নিন।
ধাপ 2. হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা মোটের উপর শুকিয়ে নিন। কিন্তু পুরো শুকোবেন না, হালকা ভেজাভাব যেন থাকে।
ধাপ 3. পুরো চুলটাকে ছোট ছোট গুছিতে ভাগ করে নিন। যত সরু গুছি করবেন, কার্ল ততই টাইট হবে।
ধাপ 4. চুলের একটা গুছি নিয়ে পেনসিলের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোড়া পর্যন্ত টাইট করে জড়িয়ে দিন। তারপর পেনসিলটা 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেই পেনসিল স্ক্যাল্পের সঙ্গে চুল সমেত আটকে থাকবে।
ধাপ 5. এবার স্ট্রেটনিং আয়রন নিয়ে পেনসিলে জড়ানো চুলের উপর চেপে দিন। স্ট্রেটনিং আয়রনের তাপমাত্রা লো রাখবেন। তাপমাত্রা চড়ায় থাকলে চুলের ক্ষতি হতে পারে। তিন থেকে পাঁচ সেকেন্ড মতো আয়রন চেপে থাকুন, তারপর ছেড়ে দিন।
ধাপ 6. একইভাবে এক একটা গুছি পেনসিলে টাইট করে জড়িয়ে স্ট্রেটনিং আয়রন দিয়ে চেপে দিন। খেয়াল রাখবেন আয়রনের তাপমাত্রা যেন একদম কমানো থাকে।
ধাপ 7. পুরো চুলটা এভাবেই কার্ল হয়ে যাবে। কার্ল খুব টাইট লাগছে মনে হলে কয়েকবার আঙুল চালালেই স্পাইরালগুলো একটু আলগা হয়ে যাবে।
ধাপ 8. চুলে হেয়ারস্প্রে ছিটিয়ে সেট করে নিন!