ঝাড়গ্রাম ও হাতিবাড়ি ভ্রমণ


মঙ্গলবার,১৪/০১/২০২০
1431

সুপ্রিয় অধিকারী---

সুপ্রিয় অধিকারী : কলকাতা থেকে আমরা 14 জন বন্ধু ঝাড়গ্রাম ও হাতিবাড়ির উদেশ্যে রহনা হই. 27ডিসেম্বর2019 কলকাতা থেকে ঝাড়গ্রাম হয়ে হাতিবাড়ি মোট 238 km আর ঝাড়গ্রাম হয়ে হাতিবাড়ি ঘোরা সবথেকে ভালো ঝাড়গ্রামে অনেক দেখার জায়গা আছে যেমন কনকদূর্গা মন্দির, ঝাড়গ্রাম ডিয়ার পার্ক, ঝাড়গ্রাম রাজবাড়ী, আমলাচটি ভেষজ উদ্যান.. কিন্তু পৌঁছাতে দেরী হয়ে যাওয়ায় আমরা সবাই হাতিবাড়ি কটেজ এ গিয়ে উঠি…

হাতিবাড়ি জায়গাটা পচিমবঙ্গের একদম শেষ প্রান্তে, সুবর্ণ রেখা নদীর একপাশে ঝাড়খণ্ড ওপর প্রান্তে হাতিবাড়ি ও ওড়িশা … হাতিবাড়ি থেকে ওড়িশা সীমা রেখা বড়জোর 1.5 Km| হাতিবাড়ি গ্রামটি লাল মাটির দেশে সবুজ শাল গাছের জঙ্গলে ঘেরা অসাধারণ তার বাহার| থাকার জন্য জঙ্গলের ভেতর একটি লজ ও পশ্চিমবঙ্গ সরকারের কিছু কটেজ আছে| তবে আমাদের দলের সকল সদস্যরা Holiday Home এ থেকেছিলাম ।

হাতিবাড়ি থেকে কলকাতায় ফেরার আগের দিন রাতে সকল বন্ধুরা মিলে আনন্দ , Bonfire, নাচ গানে মেতে উঠেছিলাম ও আর তার সাথে চিকেন রোস্ট উফফ স্মৃতি গুলো সকলের মনে আজীবন গেঁথে থাকবে. সেই রাতে 8°ঠান্ডা আমাদের কাউকে কাবু করতে পারিনি…

        আমরা যেদিন হাতিবাড়ি পৌঁছায় তার পরের দিন(28/12/2019) সকলকে ঘুম থেকে তুলে Ready হয়ে প্রাতরাশ করে আমরা দুয়ারসিনি পাহাড়ের উদেশ্যে বেরিয়ে পড়ি, হাতিবাড়ি থেকে প্রথমে ওড়িশা বর্ডার ও তারপর বর্ডার পেরিয়ে মুম্বাই রোড হয়ে দুয়ারসিনি মন্দির যা পাহাড়ের কোলে অবস্থিত … এই দুয়ারসিনি পাহাড় সিমলিপালের কিছুটা ও কিছুটা পুরুলিয়া ও কিছু অংশ ওড়িশা তে বিস্তার করেছে পাহাড়ের আগে পর্যন্ত রাস্তার বর্ণনা দুর্দান্ত রাস্তার কোনো জায়গায় একটা গর্ত নেই পরিষ্কার এয়ারপোর্টের রানওয়ের মতন রাস্তা,তারপর বাইক নিয়ে দুয়ারসিনি পাহাড়ে ওঠা অসাধারণ চারিপাশের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করেছিল আমাদের… অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিলো কিন্তু সময়ের অভাবে আমরা কিছু জায়গা ঘুরে আবার লজে এ ফিরে আসি ও তারপর সেইদিনে রাতে সকলের মিলে বন ফায়ার এ মেতে উঠি…

@Outlaws Two Wheelers @youtube এ সর্ব প্রথম সম্পূর্ণ বাংলায় ও বাঙালীর ছোঁয়া রেখে বাংলায় moto vlog…
আমাদের প্রচেষ্টা youtube এর মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বের প্রতিটা দেশে ও
প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যারা এখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ও ভালো লাগলে সাপোর্ট করো আমাদের তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য….

আমাদের ভ্রমণের কতগুলি ভালো মুহূর্তের কিছু ছবি ও আমাদের ভিডিওটি তিনটি পর্বে ভাগ করাহলো তোমাদের দেখার সুবিধার জন্য রইলো আমাদের ভিডিও ও youtube চ্যানেলের লিংক.
প্রথম পর্ব – https://youtu.be/K9s8gU8L9dU
দ্বিতীয় পর্ব – https://youtu.be/CIsR8etFys8
তৃতীয় ও শেষ পর্ব –https://youtu.be/7_VX7AhQUDk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট