নেতাজি ইন্ডোরে এলেন না মমতা


মঙ্গলবার,১৪/০১/২০২০
663

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে রাজনীতি তোলপাড়। এরই মধ্যে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে রাজ্য রাজনীতি আরও সরগরম হয়ে উঠেছে। শনিবার রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বাম-কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল আবারও মোদি-মমতা আঁতাতের অভিযোগ তুলেছে। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করলেও রবিবার পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান গেলেন না মুখ্যমন্ত্রী। কলকাতা পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষ উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জাগদীপ ধনকার। মুখ্যমন্ত্রীর এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করায় কড়া সমালোচনার মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ করে যখন এনআরসি এবং নাগরিক আইনের প্রতিবাদে গোটা বাংলা সোচ্চার ঠিক সেই সময় নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে খোলা মনে মেনে নিতে পারেননি এ রাজ্যের বিজেপি বিরোধী মানুষেরর একটা বড় অংশ। এইরকম একটি সন্ধিক্ষণে প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে করেছেন মুখ্যমন্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট