যাত্রা উৎসবের উদ্বোধনের মঞ্চে এসে নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা ব্যানার্জী


বৃহস্পতিবার,০৯/০১/২০২০
871

আজ বারাসতে 24 তম যাত্রা উৎসবে এসে নাম না করে তোপ দাগলেন মমতা।তিনি বলেন,কেউ কেউ নাগরিকত্ব নিয়ে অযথা ভয় দেখাচ্ছেন কিন্তু নাগরিক হবার অধিকার কিছুতেই কেড়ে নিতে দেবেন না তিনি। নাগরিকত্ব নিয়ে অন লাইন এপ্লিকেশন প্রসঙ্গে মমতার কটাক্ষ,অন লাইনে কি ভাত রান্না হবে?তিনি আরো বলেন কিছুতেই বিজেপির মাদুলি পড়বো না।পাশাপাশি মতুয়া ধর্মাবলম্বী মানুষের অধিকার ও তাদের জন্য 30 বছরের লড়াই যে তিনি প্রথমে করেছেন সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি।মতুয়া দের জন্য কলেজ ও বড়মার জন্য চিকিৎসার ব্যাবস্থার কথা স্মরণ করিয়ে দেন তিনি।এছাড়া আজ নৈহাটিতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে পার্শ্ববর্তী বাড়িঘর গুলির ক্ষতিপূরণের আশ্বাস জেলাশাসকের মাধ্যমে দেওয়া হবে বলে জানান তিনি।এছাড়া উদ্বাস্তুদের জন্য কলোনী গুলোর সরকারি অনুমোদনের জন্য ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মমতা।

https://youtu.be/G1pocu4xXq0

আজ বিকালে সাড়ে চারটায় যাত্রা উৎসবের সূচনার জন্য মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী।51 টি উদ্বোধন ও 29 টি শিল্যানাসের মধ্যদিয়ে আজ সূচনা করেন তিনি।অনুষ্ঠানের মঞ্চে যাত্রা শিল্পীদের অনুদান 15 হাজার টাকা থেকে বাড়িয়ে 25 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।যাত্রার মাধ্যমে গ্রামে গ্রামে যাত্রা উৎসব করার নিদানও দেন মমতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট