একা একা পথচলা


বুধবার,০৮/০১/২০২০
2496

একা একা পথচলা
এসকেএইচ সৌরভ হালদার

একা একা কথা বলা
মনে করা তোমার কথা
তাকিয়ে থেকে কল্পনা করা
সামনে থেকে বাস্তবতা
অনুভূতি দিয়ে ঢেকে রাখা ।
একা একা পথ চলা
একা একা কথা বলা
ভেবে ভেবে চলাফেরা
কি এমন মনের খেলা?
বুঝতে গেলে অসুবিধা।
অন্ধকারে হেঁটে চলা
ডেকে দিলে সজাগ হওয়া
একা একা কথা বলা
লোকজন দেখে তাই
বলছে আমার পাগল ছেলেটা।
একা একা গেয়ে চলা
সুরে ছন্দে না মেলা,
সেতো হলো প্রেমের খেলা।
দেখা হবে বা সকালবেলা
কোচিং সড়কে ভোহরে চলা
মাকে বলো মিথ্যা কথা
এটি হলো জীবনের
স্মৃতির সাথে জড়িয়ে থাকা
বিন্দু বিন্দু ভালোবাসা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট