ধর্মঘটীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


বুধবার,০৮/০১/২০২০
500

ধর্মঘটীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর সফরে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ধর্মঘটের নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না। যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুলিশকে কড়া পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। ধর্মঘটীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন।

মানুষকে শান্তিতে থাকতে দিন। মমতা বলেন, ট্রেন লাইনের নিচে বোমা রাখা কোন আন্দোলন নয়, এটা গুন্ডামি। এতে যদি কোন ক্ষতি হতো তাহলে সাধারণ মানুষের ক্ষতি হতো। ধর্মঘটীদদের উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন, প্রতিবছর চারটে করে বন্ধ ডাকতে হবে, কেন আন্দোলন করতে পারে না? সিপিএম এর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করে বলেন, ঘোলা জলে মাছ ধরতে যাবেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট