খবরইন্ডিয়াঅনলাইনঃ সম্প্রতি কবি মধুকর বাড়ির কাছে মনজোড়ানো আমবাগানে ‘ কুমুদমেলা’ অনুষ্ঠিত হয়ে গেল। বিগত ২০১২ সাল থেকে এই সাংস্কৃতিক উৎসব হয়ে আসছে কাটোয়া সাবডিভিশনাল প্রেস কর্নার সংগঠনটি। এই সুন্দর অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন প্রায় ৫০ টি ক্ষুদ্র সংবাদপত্র এবং লিটল ম্যাগাজিন গোষ্ঠী। মেলা কমিটি চার বছর ধরে প্রায় ৪০ জন কবি – সাহিত্যিক – সাংবাদিক – সমাজসেবী -কে সংবর্ধনা দিয়ে আসছেন। কবিকে নিয়ে সচিত্র ক্যাটালগ ও রাজকুমার দাসের পরিচালনায় তথ্যচিত্র তৈরী করা হয়েছে। কুমুদমেলা কমিটি কবির ‘ স্মণিকা’ প্রকাশের দ্রুত কাজ চলছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল মহাশয় প্রশাসনিক স্তরে খোঁজ খবর নিয়ে কুমুদমেলা কমিটিকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন। বিশিষ্ট সাংবাদিক ও কুমুদমেলার কমিটির আহ্বায়ক মোল্লা জসিমউদ্দিন মহাশয় বলেন, মঙ্গলকোটের গর্ব পল্লি কবি কুমুদ রঞ্জন মল্লিক সহ বৈষ্ণব কবি লোচন দাস ও একদা শৈশব কাটানো বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামকে নিয়ে স্মরণিকা প্রকাশ করা হবে।
কুমুদমেলা অনুষ্ঠিত হল
সোমবার,২৫/০৫/২০১৫
618