শনিবার রাত ৮টার পর থেকে কয়েক দফায় ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের বারান্দা ও তার স্তম্ভগুলি।


রবিবার,০৫/০১/২০২০
632

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বর্ধমানঃ মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশান। শনিবার রাত আটটা নাগাদ হটাত করে ভেঙ্গে পড়ে শুরু করে বর্ধমান স্টেশানের একাংশ। এমন ঘটনার পর স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়ে পরে স্টেশান সংলগ্ন চত্বরে। সূত্রের খবর শনিবার রাত ৮টার পর থেকে কয়েক দফায় ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের বারান্দা ও তার স্তম্ভগুলি। প্রত্যাক্ষদর্শীরা জানান শনিবার হটাত রাত ৮ টার পর হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে স্টেশানের একাংশ।

 

এর ফলে বেশ কয়েকজন আহত হন। এরপর কিছু সময় পরেই বিপর্জয় মোকাবিলা দপ্তরের বাহিনী এসে পৌছায় ও উদ্ধার কাজ শুরু করে। সূত্রের খবর শনিবার রাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছিল। রাতেই সেই কাজ শেষ হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিল রেল। সেই কমিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। কিন্ত হটাত করে কেন এমন ঘটনা ঘটল এই প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারন মানুষের মনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট