নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদে উত্তরবঙ্গে প্রথম মহা মিছিল সংঘটিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


শনিবার,০৪/০১/২০২০
698

নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদে উত্তরবঙ্গে প্রথম মহা মিছিল সংঘটিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট ভাষায় জানালেন তিনি এরাজ্যে এনআরসি কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ হতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সবাই নাগরিক। আর নতুন করে নাগরিকত্ব প্রমাণ দেবো না আমরা। মমতার এদিনের মিছিলে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল।

২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিপর্যয় নেমে এসেছিল তৃণমূলে। তৃণমূল কে পরাস্ত করে বিজেপি থাবা বসিয়েছিল তৃণমূলের জমিতে। সেই উত্তরবঙ্গে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দাঁড়ানোর জন্য এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুকে হাতিয়ার করে এগোতে চাইছেন তিনি। এ দিনের কর্মসূচিতে ভিড়ের বহর দেখে বলা যেতেই পারে মমতা যে লক্ষ্যে এগিয়ে যেতে চাইছেন তা অনেকটাই সফল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট