অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ দেখাল বিজেপি


বৃহস্পতিবার,০২/০১/২০২০
579

পশ্চিম মেদিনীপুর :– অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ দেখাল বিজেপি ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ 13 নম্বর অঞ্চলে ।বিজেপির অভিযোগ বাখরাবাদ অঞ্চলের প্রধান ঊষা ঘোড়াই এর মদতে ৩১ সে ডিসেম্বর বনদপ্তর ও বিডিও র কোন রকম অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে উক্ত অঞ্চলের সারসা বুথে প্রায় ২৫০ টি গাছ কাটা হয় । গ্রামবাসীরা তা জানতে পারলে ওই গাছগুলিকে নিয়ে যাবার সময় বাড়িটিকে আটক করে ও বনদপ্তর এর হাতে তুলে দেয় । এরপর আজ অর্থাৎ ২ রা জানুয়ারি অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে এখানে অবস্থান বিক্ষোভ করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ।

যদিও এই অভিযোগ মানতে নারাজ অঞ্চল প্রধান ঊষা ঘোড়াই । তার বক্তব্য -“সারসা বুথের অঞ্চলের পাশ দিয়ে একটি ঢালাই রাস্তার হওয়ার কথা ছিল ।এটা এলাকাবাসীর প্রয়োজন ছিল ।তাই রাস্তাটা করার জন্য গাছ গুলি কটা হয় ।তবে বিজেপি যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ।কারণ আমরা গাছগুলি দিনের বেলায় কেটেছি ।রাতের বেলায় কোন গাছ কাটা হয়নি ।তাছাড়া গাছগুলো কাটার আগে সমস্ত দলের নেতৃত্ব দের ডেকে আলোচনা করা হয়েছে । তবে অডিট এর কারণে যে সকল প্রশাসনিক দপ্তর জানিয়ে গাছগুলো কাটার দরকার ছিল তা করা হয়নি ।তবে এখানে সার্বিক ব্যাপার জড়িয়ে আছে ভেবে আমরা তড়িঘড়ি কাজটা করতে যাই ।” এদিন বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার বিশাল পুলিশবাহিনী । সব মিলিয়ে এলাকায় এখন উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট