আলো ফুরনোর আগেই ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে দলে দলে মানুষ পা রাখল রাজপথে।


বুধবার,০১/০১/২০২০
482

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতা; সাল শেষের আনন্দে বর্ষ বরনের রাতে মেতে উঠেছিল সকালে। গতকাল রাতে শহরের বিভিন্ন প্রান্ত ও রেস্তোরা গুলিতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন কড়া হয়েছিল। হই হুল্লোড় নাচে গানে জমজমাট  ছিল বর্ষ বরনের রাত। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল সকলে। রাত যত বাড়ল, মাতোয়ারা হল তিলোত্তমা কলকাতা । আতসবাজির জৌলুসে বোধন হল ২০২০ সালের। বর্ষ বরনের আনন্দে মাতোয়ারা ছিল জেলা জুড়েও। সেখানেও নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েহিল।

 

মঙ্গলবার জ্বলে উঠেছিল পার্ক স্ট্রিটের উৎসবের আলো।বর্ষ বরনের রাতে মায়াবী রুপ নিয়েছিল শহর কলকাতার পার্ক স্ট্রীট। শহরের রাজপথ থেকে অলিগলি উৎসবের জোয়ারে ভেসেছিল মহানগর। সাল শেষের আনন্দ কেউ নিজের পরিবার পরিজনের সাথে আবার কেউ বন্ধু বান্ধবের সাথে মেতে উঠেছিল। খাওয়াদাওয়া, গানবাজনা, আড্ডা, মজায় আলাদা মাত্রা নিয়েছিল। সব মিলিয়ে ২০১৯ কে বিদায় জানিয়ে মধ্যরাতে নতুন বছরকে স্বাগত জানালো সকলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট